
ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার, আসল শিক্ষার্থী বহিষ্কার
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২২ । ১৭:৩০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২২ । ১৭:৩০
পাবনা অফিস

পাবনার সুজানগরে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় সুমি খাতুন (১৬) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসল পরীক্ষার্থী সোনিয়া খাতুনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী সুজানগর ভোকেশনাল কেন্দ্রে গিয়ে বাংলা আত্মকর্মসস্থান বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় ভুয়া পরীক্ষার্থী সুমি খাতুনকে গ্রেপ্তার ও আসল পরীক্ষার্থী সোনিয়া খাতুনকে বহিষ্কার করেন।
বহিষ্কৃত আসল পরীক্ষার্থী সোনিয়া খাতুন কাশীনাথপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী এবং গ্রেপ্তার ভুয়া পরীক্ষার্থী বেড়া উপজেলার নামদিয়ারা গ্রামের মুসা শেখের মেয়ে। তাকে সুজানগর থানায় সোপর্দ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com