এসএসসির দ্বিতীয় দিনেও অনুপস্থিত ৩৩ হাজারের বেশি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২২ । ২২:২৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২২ । ২২:২৪

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার সারা দেশে ৩৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৩২২ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজার ৮৬৯ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬ হাজার ২৮৮ জন। আর অসদুপায় অবলম্বনের কারণে বহিস্কার করা হয়েছে ৮১ পরীক্ষার্থীকে।

প্রথম দিন অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার হয়েছিল ২৬ জন।

শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এদিন দেশের ৩ হাজার ৬৮১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৩২ হাজার ১২১ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৬৪২ জন। এই হিসাবে অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৪৭৯ জন, শতাংশের হিসাবে যা ১ দশমিক ৭৩ শতাংশ।

অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বোর্ডে ছয়জন, রাজশাহী বোর্ডে পাঁচজন, কুমিল্লা বোর্ডে দু'জন, দিনাজপুর বোর্ডে সাতজন, ময়মনসিংহ বোর্ডে দু'জন, মাদ্রাসা বোর্ডে ৫২ জন এবং কারিগরি বোর্ডে সাতজনকে বহিস্কার করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com