রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২২ । ১৮:১৭ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২২ । ১৮:১৭

সমকাল প্রতিবেদক

কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ছবি-সংগৃহীত

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালী পুড়ে গেছে। তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

রোববার দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন স্বাক্ষরিত এক স্মারক থেকে এই তথ্য জানা যায়। 

বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে বোর্ডের প্রধান করা হয়েছে। বোর্ডে মোট ১৩ জন সদস্য রয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। দ্রুত রনি ও পুলিশ সদস্য জিল্লুরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com