শক্তিশালী করা হচ্ছে শিশু সুরক্ষা কার্যক্রম: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২২ । ২২:৪৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২২ । ২২:৪৭

সমকাল প্রতিবেদক

চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে শিশুদের সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। ছবি-সংগৃহীত

সরকার বাজেটে শিশু সুরক্ষা কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। বুধবার ঢাকায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে ২১তম চাইল্ড পার্লামেন্টে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের একনেক সম্মেলন কক্ষে ৩০ জেলার ৫২ শিশু পার্লামেন্টে তাদের প্রশ্ন ও সুপারিশ রাখে। এ সময় শিক্ষা, স্বাস্থ্য, মত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণ, বিনোদন, সুরক্ষা ইত্যাদি বিষয়ে শিশুদের প্রশ্নের জবাব দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

শিশু সুরক্ষায় সরকারের উদ্যোগ নিয়ে শামসুল আলম বলেন, সব শিশু ও তাদের পরিবারকে উদ্বুদ্ধ করতে উপবৃত্তি বৃদ্ধি, বিনামূল্যে বই বিতরণ, স্কুলের নতুন ভবন তৈরি ইত্যাদি কার্যক্রমের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়েও সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা আছে। তিনি বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন এখন জরুরি বিষয়। তবে পরিবারে অস্থিতিশীলতা, স্কুলগুলোতে পরীক্ষাভীতি, লেখাপড়ার প্রতিযোগিতা, শিক্ষকদের চাপ শিশুদের অনেক প্রভাবিত করে। স্কুলগুলোকে আনন্দকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। পরিবারে শৃঙ্খলা রক্ষা করতে হবে, শিশুদের জীবন সুন্দর করার দায়িত্ব সবার।

আশরাফ আলী খান বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্প রয়েছে। তবে এ অধিবেশন আমাদের আরও ভাবতে সাহায্য করবে। শিশু ও তরুণদের সুস্থ-স্বাভাবিক জীবন নিশ্চিতকরণে সরকার বিভিন্ন উদ্যোগ আগেও নিয়েছে এবং নিচ্ছে। কিন্তু শিশুকে সঠিক শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রধানত পরিবারের। শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য সরকারের সব পরিকল্পনা এখন বাস্তবায়ন হচ্ছে। কোনও স্কুলেই আর টিনের ঘর থাকবে না।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন পরিচালক আবদুল্লা আল মামুনসহ সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনালসহ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com