
পদাবলি
পরমা এসেছিল
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২২ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সানাউল্লাহ সাগর
ক্লান্তিমুখর উৎসব শুধু
তাকিয়ে থাকে- পাশাপাশি সন্ধ্যায়
একাকী গোলাপ বাগানে;
মানুষহীন সংলাপ তবু ভিজে যায়
অন্যত্র
অতিকায় বৃত্তের মুখোমুখি।
সুরম্য সন্ধ্যায় এসেছিল পরমা
গভীর কালোর মিছিল শেষে
অন্যসব জীবনের মতন
অস্থির আলুথালুবেশে-
হাতে ছিল জমানো পথের উৎসুক ধুলো
থিতানো কান্নার নীরব প্লাবন।
তবুও সে
বিরতির গোস্সা নিয়ে
ছুটছে গণিতের পায়ে পায়ে-
থেমে থেমে
পৌঁছে গেছে
এলোমেলো গলির গভীর সুর-তালে।
তাকিয়ে থাকে- পাশাপাশি সন্ধ্যায়
একাকী গোলাপ বাগানে;
মানুষহীন সংলাপ তবু ভিজে যায়
অন্যত্র
অতিকায় বৃত্তের মুখোমুখি।
সুরম্য সন্ধ্যায় এসেছিল পরমা
গভীর কালোর মিছিল শেষে
অন্যসব জীবনের মতন
অস্থির আলুথালুবেশে-
হাতে ছিল জমানো পথের উৎসুক ধুলো
থিতানো কান্নার নীরব প্লাবন।
তবুও সে
বিরতির গোস্সা নিয়ে
ছুটছে গণিতের পায়ে পায়ে-
থেমে থেমে
পৌঁছে গেছে
এলোমেলো গলির গভীর সুর-তালে।
© সমকাল ২০০৫ - ২০২৩
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com