ফুলতলায় পাটকলে অগ্নিকাণ্ড

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২২ । ০০:৩৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২২ । ০১:০৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

ছবি: সমকাল

খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় আইয়ান জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলটির মালিক ফেরদৌস ভুঁইয়া জানান, শুক্রবার রাত পৌনে দশটার দিকে হঠাৎ করে তার জুট মিলের তিন নম্বর গোডাউনে আগুন লাগে। গোডাউনটিযর আয়তন প্রায় ২৬ হাজার বর্গফুট। তাৎক্ষণিকভাবে মিলের শ্রমিক-কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউ জানেন না।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে রাত ৯টা ৪৫ মিনিটে তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে এগারোটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন মাঝেমধ্যে আগুনের ফুলকি দেখা গেলে তা নেভানোর কাজ চলছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বলতে পারেনি।

মিল মালিকও তাৎক্ষণিকভাবে কী পরিমাণ পাট ছিল এবং কী পরিমাণ পাট পুড়ে গেছে তা জানাতে পারেননি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com