
জোর করে কীটনাশক পান করিয়ে গার্মেন্টসকর্মীকে হত্যার অভিযোগ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২২ । ১১:৩১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২২ । ১১:৩৪
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি।
সিরাজগঞ্জের তাড়াশে জোরপূর্বক কীটনাশক পান করিয়ে নাসিমা খাতুন (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের চকপাড়ায় এ ঘটনা ঘটে। নাসিমা খাতুন একই ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের সুমন হোসেনর স্ত্রী ও বেত্রাশিন গ্রামের গহের আলীর মেয়ে।
আজ শনিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নাসিমার মরদেহ উদ্ধার করে তাড়াশ থানা নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নাসিমার শ্বশুর সারোয়ার হোসেন ও শাশুড়ি ফিরোজা খাতুনকে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে গার্মেন্টসশ্রমিক নাসিমা খাতুন ঢাকা থেকে স্বামী সুমনসহ বাবার বাড়িতে আসছিলেন। রাত দুইটার দিকে ঝুড়ঝুড়ি গ্রামের ফসলী মাঠে স্বামী ও পূর্ব থেকেই সেখানে অবস্থান করা স্বামীর দুই স্বজন মিলে নাসিমাকে জোরপূর্বক কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খাওয়ান। এতে নাসিমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বামী সুমন তাকে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা টের পেয়ে নাসিমাকে উদ্ধার করে বাড়িতে নেয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, ময়না তদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর হচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com