
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারে না: সাখাওয়াত শফিক
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক, মোজাম্মেল সাধারণ সম্পাদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২২ । ১৯:১৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২২ । ১৯:৩০
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অগ্রযাত্রার বাংলাদেশকে বাধাগ্রস্ত করতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারে না। শনিবার সকালে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন উদ্বোধন
এর আগে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।
সম্মেলনে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল। তাদের নাম ঘোষণা করে আংশিক কমিটি গঠন করা হয়। এর আগে সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com