
নানাকে পিটিয়ে হত্যার পর বস্তায় ভরে পালান নাতি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২২ । ২২:১৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২২ । ২২:১৫
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধ নানাকে পিটিয়ে হত্যার অভিযোগে আবু সালেক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী থেকে তাঁকে আটক করা হয়। আগের রাতে শ্রীপুর উপজেলার বড়চালা এলাকায় আব্দুল হক মাদবর (৮০) নামের ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর তিনি পালিয়ে যান বলে পরিবারের ভাষ্য।
স্থানীয় সূত্র জানায়, বড়চালা এলাকায় পাশাপাশি কক্ষে থাকেন আব্দুল হক মাদবর ও তাঁর ছেলে হারুন মাদবর। শুক্রবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হারুন। এ সময় পেছন থেকে তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যান ভাগনে আবু সালেক। হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে চিকিৎসা দেওয়ার পর রাত ৩টার দিকে বাড়ি ফেরেন স্বজনরা।
শনিবার সকাল থেকে আব্দুল হক মাদবরের খোঁজ মিলছিল না। এক পর্যায়ে তাঁর ঘরে মেঝেতে বস্তায় পাওয়া যায় তাঁর মরদেহ। পরিবারের অভিযোগ, আগের রাতের ঘটনার জের ধরে মাদকাসক্ত আবু সালেক তাঁর নানাকে হত্যার পর বস্তায় ভরে পালিয়ে যান।
শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনার পর পালিয়ে যাওয়া আবু সালেককে শনিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকা থেকে আটক করা হয়। পরে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com