
ফেসবুকে আপত্তিকর মন্তব্য, বেরোবি শিক্ষার্থী আটক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২২ । ২২:২৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২২ । ২২:২৫
বেরোবি প্রতিনিধি

বেরোবি শিক্ষার্থী সুজন পাল
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে তাঁকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানার ওসি নাজমুল কাদির বলেন, ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পরে সুজন পাল নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, প্রথম বর্ষের ওই শিক্ষার্থীর মন্তব্য নিয়ে শুক্রবার রাতে উত্তেজনা তৈরি হয়। তাঁকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।
বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন, 'শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর একটি বিশ্নেষণমূলক বক্তব্যের সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com