
ইলেকট্রনিক ইমিউনাইজেশন রেজিস্ট্রেশনে শতভাগ সাফল্য রাসিকের
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২২ । ০১:৪৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২২ । ০১:৪৪
রাজশাহী ব্যুরো

সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) ইলেকট্রনিক ইমিউনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রম বাস্তবায়নে শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
এ উপলক্ষে সোমবার নগর ভবনের সিটি হলরুমে শতভাগ ইলেকট্রনিক ইমিউনাইজেশন নিবন্ধন ঘোষণা এবং ইপিআই কার্যক্রমে পৌর মেয়রদের উদ্বুদ্ধকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মেয়র লিটনকে ইলেকট্রনিক ইমিউনাইজেশন রেজিস্ট্রেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২২ দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।
ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ডা. বর্ধন জং রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার, ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. এনএম আবদুল্লা আল মুরাদ প্রমুখ।২০১৯ সালের ২৯ এপ্রিল রাসিকের ইলেকট্রনিক ইমিউনাইজেশন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের ইপিআই প্রোগ্রাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা, প্রশিক্ষণসহ স্বাস্থ্যকর্মীদের ট্যাব সরবরাহ করা হয়। কর্মসূচির আওতায় ৫৭ হাজার ৫১২ শিশু ও ৫১ হাজার ৭৭৫ জন মাকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com