
মসজিদের ভেতরে রাখা জুতার বাক্স থেকে নবজাতক উদ্ধার
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২২ । ১৪:২৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২২ । ১৬:৪১
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি
হবিগঞ্জের নবীগঞ্জে একটি মসজিদের ভেতরে রাখা জুতার বাক্স থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এশার নামাজের পর পৌর এলাকার ওসমানী রোডস্থ বায়তুন নূর জামে মসজিদের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
ওই শিশুর বয়স আনুমানিক তিন দিন বলে জানা গেছে। তাকে উদ্ধারের পর পৌর এলাকার আনমুনু গ্রামের এক নারীর কাছে রেখেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তিনি জুতার বাক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ডালিম আহমেদ জানান, শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় এক নারীর হেফাজতে রাখা হয়েছে। কে বা কারা তাকে মসজিদে রাখল তা জানার চেষ্টা চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com