পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ওয়াটারএইডের ‌‌‍‍‘স্বাস্থ্য নিরাপত্তা স্কিম’

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২২ । ১৭:৩২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২২ । ১৭:৩২

সমকাল প্রতিবেদক

মৃত পরিচ্ছন্নতা কর্মীর নমিনিদের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে। ছবি-সমকাল

সম্প্রতি চট্টগ্রামে ওয়াটারএইডের পৃষ্ঠপোষকতায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত উদ্যোগ ‘স্বাস্থ্য নিরাপত্তা স্কিমের (এসএনএস) আওতায় তিনজন মৃত পরিচ্ছন্নতা কর্মীর নমিনিদের হাতে মৃত্যু দাবি নিষ্পত্তির অর্থ তুলে দেওয়া হয়েছে। 

এ উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের প্রতিটিকে ৩০ হাজার টাকা সমমূল্যের চেক হস্তান্তর করা হয়।

মৃত বর্জ্য ও পরিচ্ছন্নতা কর্মীরা হলেন-স্বপন নাথ, দিল্লা দাস ও রিতা দাস। মৃতের পক্ষ থেকে তাদের স্বামী বা স্ত্রীরা এই চেক সংগ্রহ করেন। 

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, সিটি প্ল্যানার আবদুল্লাহ আল ওমরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। 

অনুষ্ঠানে ওয়াটারএইডের টেকনিক্যাল পার্টনার ওয়াদা ইনসিওর, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স এবং ইমপ্লিমেন্টিং পার্টনার ডিএসকে প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মাত্র ১৯৯ টাকা সর্বনিম্ন বার্ষিক প্রিমিয়ামের বিনিময়ে বর্জ্য ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য একটি নিরাপত্তা-বলয় নির্মাণের উদ্দেশ্যে এ বছরের আগস্টে যাত্রা শুরু করে স্বাস্থ্য নিরাপত্তা স্কিম (এসএনএস)। টেকনিক্যাল পার্টনার হিসেবে ওয়াদা ইনসিওর, ইনস্যিওরার হিসেবে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, স্থানীয় কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের অংশীদারিত্বে ৬ হাজারেরও বেশি বর্জ্য ও পরিচ্ছন্নতা কর্মী এবং তাদের পরিবারকে স্কিমের আওতায় এনে এর কার্যক্রম চালু হয়। 

স্কিম-গ্রহণকারী প্রাইমারি কার্ডহোল্ডারদের মৃত্যুতে তাদের নমিনিরা বিমা দাবি করতে পারবেন, পাশাপাশি বাংলাদেশ জুড়ে ২৫০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে ছাড় পাবেন।

একটি ঝুঁকিহীন স্কিমের মাধ্যমে বর্জ্য ও পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার টেকসই অবকাঠামোর আওতায় এনে তাদের জীবনকে সহজ করতে বাংলাদেশে সুইডিশ দূতাবাসের সহযোগিতায় ‘স্বাস্থ্য নিরাপত্তা স্কিম’ চালু করে ওয়াটারএইড। 

সম্প্রতি উদ্যোগটি ওয়াটারএইডের অংশীদার ডিএসকে, সাজিদা ফাউন্ডেশন, নবলোক ও ওয়াদা ইনসিওরের সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনে কার্যক্রম শুরু করে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও অন্যান্য কর্মকর্তারা ওয়াটারএইডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ওয়াটারএইডের ডিরেক্টর প্রোগ্রামস, হোসেন ইসরাত আদিব বলেন, কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের ঝুঁকির নিরাপত্তা নিশ্চিত করার মতো কার্যকরী কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত আমাদের মাঝে গড়ে ওঠেনি। এই স্কিম পরিচ্ছন্নতা কর্মী ও তাদের পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তায় একটি ক্ষুদ্র পদক্ষেপ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com