উন্মুক্ত স্থানে বর্জ্য ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে: মেয়র তাপস

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২২ । ১৭:৫৩ | আপডেট: ০৮ জুন ২৩ । ১২:৫৬

সমকাল প্রতিবেদক

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি।

ঢাকা শহরে যত্রতত্র উন্মুক্ত স্থানে পড়ে থাকা বর্জ্যের হার ৯০ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামানো হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ঢাকা শহরে আগে ৯০ শতাংশ এলাকায় বর্জ্য উন্মুক্ত অবস্থায় পড়ে থাকত। বর্তমানে এটা কমিয়ে তা মাত্র ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বাকি অন্তর্বর্তীকালীন স্থানান্তর কেন্দ্রগুলো নির্মিত হলে এটা আরও কমে আসবে। কেন্দ্রগুলোর নির্মাণকাজ চলমান রয়েছে।

আজ বুধবার রাজধানীর খিলগাঁওয়ে ডিএসসিসির ২ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ৫০ বছরে ঢাকা শহরে মাত্র ২৪টি এসটিএস নির্মাণ করা হয়েছে। আর গত দুই বছরে ৩৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করেছি। ঢাকা এখন আর বর্জ্যের শহর নয়।

এর আগে ভুঁইয়ার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মেয়র তাপস কেক কাটেন এবং পরবর্তীতে বাইতুল মোকাররম মসজিদের পূর্ব ফটক ও ডিআইটি এভিনিউ সড়কের সংযোগ রাস্তা এবং আদি বুড়িগঙ্গা চ্যানেলের চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com