
যুক্তরাষ্ট্রের ক্রিকেট কমিটিতে বাংলাদেশের নওশের
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২২ । ১৮:৪৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২২ । ১৮:৪৯
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের সাবেক ক্রিকেটার গোলাম নওশের। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশ দলের সাবেক বাঁ-হাতি পেসার গোলাম মোহাম্মদ নওশের যুক্তরাষ্ট্র (ইউএসএ) ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রিন্স নামে পরিচিত যুক্তরাষ্ট্র প্রবাসী ৫৮ বছর বয়সী সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ দলের সাবেক এই নির্বাচক নতুন দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত।
ইউএসএ ক্রিকেট কমিটি তাকে নিয়োগ দিয়ে জানিয়েছে, ইউএসএ ক্রিকেট বোর্ড আপনাকে ইউএসএ ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিতে পেরে আনন্দিত। আশা করছি, বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা দিয়ে ইউএসএ ক্রিকেটকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবেন।
যুক্তরাষ্ট্র ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নওশের সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার ওপর বিশ্বাস রাখায় ইউএসএ ক্রিকেটকে ধন্যবাদ। নিয়োগ পাওয়ায় আমি সত্যিই খুশি। আমি আপনাদের হতাশ করবো না। এখানকার ক্রিকেটে উন্নতি আনতে এবং সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে নেওয়ার কাজ শুরু করতে মুখিয়ে আছি। যারা আমাকে সমর্থন দিয়ে গেছেন বিশেষ করে গত দুই বছর তাদের সকলকে ধন্যবাদ।’
বাংলাদেশ দলের হয়ে নওশেরের ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়। ১৯৯০ সালে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন। ৯ ম্যাচের ক্যারিয়ারে তিনি ৫ উইকেট নিয়েছেন। এছাড়া ১২টি স্বীকৃত লিস্ট এ ম্যাচ খেলেছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com