যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২২ । ২১:৪০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২২ । ২১:৪০

শাবি প্রতিনিধি

যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাস্তাবুর রহমান সমকালকে জানিয়েছেন।

তিনি জানান, যৌন হয়রানির তিনটি পৃথক ঘটনায় সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই শাস্তি দেওয়া হয়েছে।

বহিস্কৃতরা হলেন-বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম (দুই বছর), জায়েদ ইকবাল তানিম (দুই বছর), ইমাম হোসেন ইমরান (এক বছর), রিফাত হোসেন (এক বছর), বিশাল আলী (এক বছর)। পৃথক ঘটনায় লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের সুমন দাস (এক বছর), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিবকে (এক বছর) বহিস্কার করা হয়েছে। এই আদেশ আজ বৃহস্পতিবার থেকে কার্যকর।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com