
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য
সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ
প্রকাশ: ০৩ অক্টোবর ২২ । ২১:৫৭ | আপডেট: ০৩ অক্টোবর ২২ । ২১:৫৭
সমকাল প্রতিবেদক

সেপ্টেম্বর মাসে দেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯৪ জন। সেপ্টেম্বরে ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জনের প্রাণ গেছে। এছাড়া ৯টি নৌ দুর্ঘটনায় মারা গেছেন ৭৮ জন।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলের খবরের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে সোমবার এসব তথ্য জানিয়েছে বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন।
এর আগের মাসের তুলনায় সড়কে দুর্ঘটনা ও মৃত্যু কমেছে। এর আগে আগস্টে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছিলেন।
সংগঠনটির হিসাবে, গত জুলাইয়ে ৬৩২টি দুর্ঘটনায় রেকর্ড ৭৩৯ জনের প্রাণ যায় সড়কে। গত দুই মাসে প্রাণহানি কমেছে।
সেপ্টেম্বরে ১০৩ জন পথচারী প্রাণ হারিয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৩ জন। ৬২ জন শিক্ষার্থীর প্রাণ গেছে সড়কে। দুর্ঘটনায় নিহতদের ৮০ দশমিক ৬৭ শতাংশ ১৯ থেকে ৬৫ বছর বয়সী অর্থাৎ কর্মক্ষম ছিলেন। ১০টি কারণ চিহ্নিত করে দুর্ঘটনা রোধে ১০ দফা সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
© সমকাল ২০০৫ - ২০২৩
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com