
আজিমপুরে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ০৬ অক্টোবর ২২ । ০১:০০ | আপডেট: ০৬ অক্টোবর ২২ । ০১:০০
সমকাল প্রতিবেদক

পুরান ঢাকার আজিমপুর থেকে সাজেদা (৪৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধারের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওই গৃহকর্মীর মরদেহের মাথার পেছনে জখম চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে।
পুলিশ জানিয়েছে, সাজেদা প্রায় আড়াই মাস আগে আজিমপুরের ১২১ চায়না বিল্ডিং গলির বাসিন্দা আইনজীবী মিজানুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। মঙ্গলবার মিজানুর রহমান দম্পতি বাড্ডায় ঘুরতে যান।
এ সময় গৃহকর্মীকে বাসায় রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে যান তারা। বিকেলে বাসায় ফিরে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে সাজেদা ঝুলছে। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
লালবাগ থানার ওসি এমএম মোর্শেদ সমকালকে বলেন, আত্মহত্যা করলে মাথার পেছনে আঘাতের চিহ্ন থাকার কথা না। সাজেদার মাথার পেছনের আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে। বাসার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com