
ওল্ড লেডিদের জয়ের রাতটা 'বুড়ো' ডি মারিয়ার
প্রকাশ: ০৬ অক্টোবর ২২ । ০৪:১৭ | আপডেট: ০৬ অক্টোবর ২২ । ০৪:১৭
স্পোর্টস ডেস্ক

ছবি: টুইটার
যেভাবে পিএসজি তাকে বিদায় দিয়েছে। যে কারণে জুভেন্টাস তার সঙ্গে মাত্র এক বছরের চুক্তি করেছে অতোটা বুড়ো অ্যাঞ্জেল ডি মারিয়া নন। ৩৫ বছরের কোটা পূর্ণ হতে এখনও তো প্রায় পাঁচ মাস বাকি! ফিট থাকলে দেখানোর তাই অনেক কিছু আছে তার।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠে ম্যাকাবি হাইফার বিপক্ষে যেমন দেখিয়েছেন তিনি। না, কোন গোল আর্জেন্টাইন তারকা করেননি। তবে গোলের কারিগর হিসেবে কাজ করেছেন। জাদু দেখিয়েছেন। যে জাদুতে ৩-১ গোলে জিতেছে ওল্ড লেডি খ্যাত জুভেন্টাস।
ডি মারিয়া গোলে সহায়তা দেওয়ার হ্যাটট্রিক করেছেন। তার দেওয়া বল ধরে জোড়া গোল করেছেন আন্দ্রে রাবিওট। একটি গোল করেছেন জুভদের সার্বিয়ান স্ট্রাইকার ডুসন ভিলাহোভিক।
ম্যাচের ৩৫ মিনিটে জুভেন্টাস প্রথম লিড নেয়। গোল করেন রাবিওট। তাকে দিয়ে গোল করার ডি মারিয়া। বক্সের খানিকটা বাইরে থেকে ফাঁকায় বল দেন জুভ মিডফিল্ডারকে।
এরপর ৫০ মিনিটে গোল করেন ভিলাহোভিক। ম্যাকাবি হাই-লাইন ডিফেন্সে উঠে আসায় নিজেদের অর্ধ থেকে ফাঁকায় বল পাঠিয়ে দেন ডি মারিয়া। তৃতীয় গোলটিও হয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডারের বুদ্ধি ও নিঁখুত পাসের সঙ্গে রাবিওটের ফিনিশিংয়ের সমন্বয়ে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও তাই উঠেছে আর্জেন্টাইন তারকার হাতে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com