এশিয়া কাপে ফারিহার হ্যাটট্রিক

প্রকাশ: ০৬ অক্টোবর ২২ । ১৬:১২ | আপডেট: ০৬ অক্টোবর ২২ । ১৬:১২

স্পোর্টস ডেস্ক

হ্যাটট্রিক করেছেন ফারিহা তৃষ্ণা। ছবি: ফাইল

সিলেটে অনুষ্ঠিত নারীদের এশিয়া কাপ ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন ফারিহা তৃষ্ণা। টি-২০ অভিষেকে হ্যাটট্রিক করে মালয়েশিয়া নারী দলকে ব্যাটিং বিপর্যয়ে ফেলে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার টস জিতে মালয়েশিয়ার বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে তোলে ১২৯ রান।

দলের হয়ে ওপেনার মুর্শিদা খাতুন ৫৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। ছয়টি চার মারেন তিনি। চারে নেমে অধিনায়ক নিগার সুলতান ৩৪ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। ছয়টি চার ও একটি ছক্কা তোলেন তিনি।

জবাব দিতে নেমে মালয়েশিয়ার ষষ্ঠ ওভারে বাঁ-হাতি মিডিয়াম পেসার ফারিহা তৃষ্ণার তোপে পড়ে। তিনি ওভারের দ্বিতীয় বলে ওপেনার উইনফ্রেড দুরাইসিংহাম, তৃতীয় বলে মাস এলিসা এবং চতুর্থ বলে মাহিরাহ ইজ্জতি ইসমাইলকে আউট করেন। 

তার ওই বোলিং ধাক্কায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মালয়েশিয়া ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৩৮ রান তুলেছে। টি-২০ ফরম্যাটে ফারিহা দেশের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com