বিশ্বকাপে খেলা হচ্ছে না প্রিটোরিয়াসের

প্রকাশ: ০৬ অক্টোবর ২২ । ২১:২০ | আপডেট: ১৬ অক্টোবর ২২ । ১৮:০১

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ ও আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরির কারণে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। গত মঙ্গলবার ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বৃদ্ধাঙ্গুলে চোট পান প্রিটোরিয়াস। টেস্টের পর জানা যায় তার আঙুল ভেঙেছে। ফলে খেলতে পারবেন না ভারতের সাথে চলতি ওডিআই সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এর আগে রাসি ভ্যান ডার ডুসেন ইংল্যান্ডের সাথে ম্যাচ চলাকালীন আঙুলের চোটের কারনে ছিটকে গেছেন দলের বাইরে। এই নিয়ে  দক্ষিণ আফ্রিকার দুই নিয়মিত ক্রিকেটার ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে।

তার ছিটকে যাওয়া চরম ভোগাতে পারে দলকে। গত বিশ্বকাপেও এই ক্রিকেটার ছিলেন অসাধারণ। ছিলেন দলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। দলের প্রয়োজনে দ্রুত রানও তোলাতেও পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই অলরাউন্ডারের পরিবর্তে দলে আসতে পারেন বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা দুই অলরাউন্ডার মার্কো জানসেন কিংবা অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com