আশুলিয়ায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ০৬ অক্টোবর ২২ । ২১:৪৭ | আপডেট: ০৬ অক্টোবর ২২ । ২২:১২

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় এক ছাত্রকে (১৪) বলাৎকারের অভিযোগ উঠেছে রাসেল মিয়া (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার মধ্যরাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার দারুল ইসলাম মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শিক্ষক রাসেল মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মিনাপাড়া এলাকার একরাম মিয়ার ছেলে। তিনি ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক।

পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার দারুল ইসলাম মডেল মাদ্রাসার এক শিক্ষক ছাত্রকে বলাৎকার করেছে- এমন খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ভুক্তভোগী ওই ছাত্রকে থানায় আনা হয় এবং অভিযুক্ত শিক্ষক রাসেলকে আটক করা হয়।

এ বিষয়ে দারুল ইসলাম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আসাদ আকন্দ সমকালকে বলেন, অভিযুক্ত শিক্ষক ঘটনার দিন রাতেই আমাদের এখানে এসেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী সমকালকে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com