
দেশের প্রথম ছয় লেনের সেতুর উদ্বোধন ১০ অক্টোবর
প্রকাশ: ০৬ অক্টোবর ২২ । ২২:২৪ | আপডেট: ০৬ অক্টোবর ২২ । ২২:২৪
গোপালগঞ্জ, নড়াইল ও লোহগড়া প্রতিনিধি

দেশের প্রথম ছয় লেনের সেতু। ছবি-সমকাল
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার দিন শেষ হচ্ছে। পর্দা উঠছে দেশের প্রথম ছয় লেনের সেতুর। আগামী ১০ অক্টোবর এটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সেদিন সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনার গোপালগঞ্জ সীমান্তে নির্মিত দৃষ্টিনন্দন মধুমতী সেতুর সব কাজ শেষ হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য্য।
তিনি জানান, প্রধানমন্ত্রী ১০ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সঙ্গে কালনার 'মধুমতী সেতুু' ও নারায়ণগঞ্জের 'শীতলক্ষ্যা সেতু' উদ্বোধন করবেন। তবে কোন সময় তিনি উদ্বোধন করবেন, তা এখনও নির্ধারণ হয়নি।গত ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর যশোর, নড়াইলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে মধুমতী সেতু নিয়ে আগ্রহ বাড়ে। পদ্মা পার হয়ে এ অঞ্চলের মানুষের প্রবেশদ্বার হবে কালনাঘাটের এই সেতু। স্থানীয়রা এর উদ্বোধনের প্রহর গুনছেন। সেতুটি পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা ও পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাকে সংযুক্ত করেছে। উদ্বোধনের পর রাজধানীর সঙ্গে অন্তত ১০ জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।
প্রকল্প ব্যবস্থাপক ও সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে নির্মিত সেতুতে ল্যাম্পপোস্ট দু-তিন দিনের মধ্যেই বসানো শেষ হবে। টোল প্লাজার কাজও শেষের পথে। এ ছাড়া নদীশাসনের কাজ পর্যায়ক্রমে করা হবে। জাপানের টেককেন করপোরেশন এবং ওয়াইবিসি ও বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড যৌথভাবে এই সেতুর ঠিকাদার।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com