
চব্বিশ ঘণ্টায় করোনার চেয়ে বেশি আক্রান্ত ডেঙ্গুতে
প্রকাশ: ০৬ অক্টোবর ২২ । ২৩:০২ | আপডেট: ০৬ অক্টোবর ২২ । ২৩:০২
সমকাল প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার চেয়ে ডেঙ্গুতে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৪১০ জনের। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনায় একজনের মৃত্যু হলেও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ২৮৩ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৮৭ জন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।
এদিকে দেশে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৭৫ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com