
করোনা মোকাবিলায় বাংলাদেশ সফল: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ১০ অক্টোবর ২২ । ২০:০৯ | আপডেট: ১০ অক্টোবর ২২ । ২১:৫৯
চট্টগ্রাম ব্যুরো

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সমকাল
করোনা মোকাবিলায় বাংলাদেশ সফল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে স্বাস্থ্য বিভাগ অনেক এগিয়েছে। মাঠ পর্যায়ের কমিউনিটি ক্লিনিক দিয়েই এদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার যাত্রা শুরু হয়। দেশে টিকা কার্যক্রম সফলভাবে শেষ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাক্সিন হিরো উপাধি দিয়েছে 'গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন'।
সোমবার নগরীর সিনেমা প্যালেসে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার তিন ডোজ টিকা মিলে প্রায় ৩১ কোটি টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে। বিশ্ববাসী জানে, বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। ফলে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী হচ্ছে। দেশের প্রতিটি বিভাগে নতুন হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু করেছি। চট্টগ্রাম বিভাগেও শুরু হলো- যেখানে ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসা করা হবে। বার্ন ইনিস্টিটিউটের একটি ইউনিট চট্টগ্রামে স্থাপিত হচ্ছে। কিন্তু আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, এগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য গত তিন বছরে প্রায় ১২ হাজার ডাক্তার এবং ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের কোনো কোনো জেলায় ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অনেকে মারা যাচ্ছেন। এর কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবাইকে এগিয়ে আসতে হবে।
এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। পরে তিনি বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) মো. সাইদুর রহমান স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম প্রমুখ।
সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ২০২১ সালের এপ্রিল মাস থেকে সেবাদান চালু ও কার্যক্রম শুরু করলেও করোনার কারণে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে দেরি হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। অনুষ্ঠান পরিচালনা করেন টিপিজি গ্রোথের কো-ম্যানেজিং পার্টনার ও এভারকেয়ার গ্রুপের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ম্যাথু হোবার্ট, এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের চেয়ারম্যান বব কুন্দানমাল এবং এভারকেয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যাসিমিলিয়ানো কোলেলা।
হাসপাতালটি চালু হওয়ার গুরুত্ব প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, '২০১৯ সালে আমরা যখন চতুর্থবারের মতো সরকার গঠন করি, তখন জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার বাস্তবায়ন। আর এ লক্ষে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করা। উন্নত অর্থনীতির দেশেগুলোর মতো বিশ্বসেরা স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়য়ে দেওয়া। এক্ষেত্রে এভারকেয়ার হাসপাতালের উদ্বোধন আমাদের লক্ষ্যঅর্জনের মাইলফলক হিসেবে কাজ করবে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com