বজ্রপাতে পীরগঞ্জের ইটভাটায় পাঁচ জন নিহত

প্রকাশ: ১১ অক্টোবর ২২ । ১৮:১৬ | আপডেট: ১১ অক্টোবর ২২ । ১৮:১৬

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

বজ্রপাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটার পাঁচ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন গাইবান্ধা জেলার সাদল্লাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), একই উপজেলার চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।

কাবিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, বজ্রপাতে নিহত সবাই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা। নিহত আব্দুল জলিল মিয়া ইট ভাটায় ঘাস কাটছিলেন। বাকিরা ইট পরিবহনের জন্য মাহেন্দ্র ট্রলিতে ইট ভর্তি করছিলেন। এ বজ্রপাতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com