
একক গ্রাহকের ঋণসীমার শর্ত শিথিল
প্রকাশ: ১২ অক্টোবর ২২ । ১০:৫৮ | আপডেট: ১২ অক্টোবর ২২ । ১০:৫৮
সমকাল প্রতিবেদক

এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি থেকে 'এএএ' রেটিং পাওয়া প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একক গ্রাহকের ঋণসীমার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এ ধরনের প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ ঋণের গ্যারান্টি থাকবে, সেই পরিমাণ অর্থায়নে একক গ্রাহকের ঋণসীমার নির্দেশনা প্রযোজ্য হবে না। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
আগে থেকেই ঋণ দেওয়ার ক্ষেত্রে সরকার, সরকারি গ্যারান্টি এবং 'এএএ' রেটিংপ্রাপ্ত বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের (এমডিবি) গ্যারান্টির বিপরীতে একক গ্রাহকের ঋণসীমা প্রযোজ্য হয় না। বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফের মতো প্রতিষ্ঠান এমডিবি হিসেবে বিবেচিত। এসবের সঙ্গে নতুনভাবে এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির (ইসিএ) 'এএএ' পাওয়া প্রতিষ্ঠানের গ্যারান্টিও যুক্ত হলো।
সার্কুলারে বলা হয়েছে, ঋণ কেন্দ্রীভূত হওয়া ঠেকানোর মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে একক গ্রাহকের ঋণসীমার সাধারণ সীমাবদ্ধতা বিষয়ে গত ১৬ জানুয়ারি সার্কুলার জারি করা হয়। ওই নির্দেশনার মাধ্যমে একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে ফান্ডেড, নন-ফান্ডেড মিলে একটি ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ঋণ দিতে পারে। একক গ্রাহকের ঋণসীমার সাধারণ সীমাবদ্ধতা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তা ওই নির্দেশনার ৩(এ) অনুচ্ছেদে উল্লেখ ছিল। প্রতিযোগিতামূলক অর্থায়ন নিশ্চিত করার মাধ্যমে শিল্প খাতকে সহায়তার জন্য আগের অনুচ্ছেদটি এখন নতুনভাবে প্রতিস্থাপন করতে হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com