
গান নৃত্য কবিতায় ছড়িয়ে দেওয়া হবে সম্প্রীতির বার্তা
প্রকাশ: ১৩ অক্টোবর ২২ । ০০:০০ | আপডেট: ১৩ অক্টোবর ২২ । ১৩:৩৭ | প্রিন্ট সংস্করণ
সমকাল প্রতিবেদক

সম্প্রীতির বার্তা দিতে এবারও অনুষ্ঠিত হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪০তম অধিবেশন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার বাণীকে কণ্ঠে তুলে নেবেন সারাদেশ থেকে আসা শিল্পীরা। নারীবিদ্বেষী প্রচারণা কিংবা মৌলবাদের বিরুদ্ধে গর্জে উঠবে সুরের স্রোতধারা। উচ্চারিত হবে মানবতার বাণী। আগামীকাল শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হচ্ছে। উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আকরম হোসেন।
এবারের আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে আসা সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশ নেবেন। থাকবে কিশোর ও সাধারণ বিভাগের প্রতিযোগিতা। সেসঙ্গে চলবে প্রতিনিধি সম্মেলন। সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠানের সঙ্গে সম্মেলনকে বর্ণিল করে তুলবে কবিতার শিল্পিত উচ্চারণ। অনুষ্ঠিত হবে সম্প্রীতির সমাজ গঠনে সংস্কৃৃতির ভূমিকা বিষয়ক সেমিনার। পরিবেশিত হবে কয়েকটি গীতি আলেখ্য।
গতকাল বুধবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। এ সময় সংগঠনটির সহসভাপতি ডা. সারওয়ার আলী ও সোহরাব উদ্দিন এবং তিন সম্পাদক- লিলি ইসলাম, শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও রোকাইয়া হাসিনা নীলি উপস্থিত ছিলেন।
সারওয়ার আলী বলেন, সমাজ ও সংস্কৃতির তাৎপর্যপূর্ণ সময়ে এ সম্মেলনের আয়োজন করছি। অস্থির একটা সময় বয়ে যাচ্ছে। সমাজে একদিকে বাড়ছে ধর্মান্ধতা, অন্যদিকে নারীবিদ্বেষী প্রচারণা। বিঘ্ন হচ্ছে সম্প্রীতি। নষ্ট হচ্ছে ঐক্য। ধর্মের জাঁতাকলে বাড়ছে বিভেদ।
বুলবুল ইসলাম বলেন, গত কয়েক দশকে, বিশেষত নানা অশুভ ঘটনার ফলে বাঙালি সংস্কৃতির নির্বিঘ্ন বিকাশ এবং মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশের মৌলিক ভাবাদর্শ ঘা খেয়ে চলেছে। এ বাস্তবতায় রবীন্দ্রনাথের সৃষ্টির ঐশ্বর্যকে সামনে এনে মানবতার জয়গান গাইব।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় বোধনসংগীতের মাধ্যমে শুরু হবে উদ্বোধন অধিবেশন। এ অধিবেশনে সভাপতিত্ব করবেন সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান। সন্ধ্যায় পরিবেশিত হবে মফিদুল হকের গীতি আলেখ্য 'তোমায় নতুন করে পাব'।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার বিকেলে 'সম্প্রীতির সমাজ গঠনে সংস্কৃতির দায়' শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে। সারওয়ার আলীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন নাসির উদ্দীন ইউসুফ ও অধ্যাপক সাধন ঘোষ।
সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে রোববার বিকেল সাড়ে ৪টায়। প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ ও কথাশিল্পী অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এ অধিবেশনে রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা জানানো হবে দুই শিল্পীকে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com