বার্নাব্যুতে আজ আবার এল ক্ল্যাসিকো

প্রকাশ: ১৬ অক্টোবর ২২ । ১০:৫৬ | আপডেট: ১৬ অক্টোবর ২২ । ১০:৫৬

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আজকের দিনটি সত্যিই সুপার 'সানডে'। অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ। আইসিসির বৈশ্বিক ইভেন্টের শুরুর দিনে ইউরোপিয়ান ফুটবলেও চোখ থাকবে সবার। ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। 

আর ফুটবলপ্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ এল ক্ল্যাসিকোও যে আজ বার্নাব্যুতে। স্প্যানিশ লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এ লড়াইটি শুরু হবে সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো চলে যাওয়ার পর এল ক্ল্যাসিকোর উত্তাপ কিছুটা কমেছে। তাই বলে একেবারে জৌলুস হারায়নি রিয়াল ও বার্সার ধ্রুপদি লড়াইয়ের। এই মৌসুমে ইউরোপিয়ান ও ঘরোয়া প্রতিযোগিতায় সমান্তরালে আছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু বার্সেলোনার কাটছে খারাপ সময়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com