
রাশিয়ায় সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ২ বন্দুকধারীর গুলিতে নিহত ১১
প্রকাশ: ১৬ অক্টোবর ২২ । ১২:১২ | আপডেট: ১৬ অক্টোবর ২২ । ১২:১২
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে এক সামরিক প্রশিক্ষণকেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার খবরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সাবেক সোভিয়েতভুক্ত একটি দেশের দুজন নাগরিক প্রশিক্ষণ চলাকালে নির্বিচারে গুলি ছুড়েছেন। তাঁরা দুজনেই পাল্টা গুলিতে নিহত হয়েছেন।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে সিআইএস জোট গঠিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে অংশ নিতে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ চলাকালে ওই হামলা হয়।
গত ২১ সেপ্টেম্বর রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণার পর দুই লাখের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই ঘোষণা ও রুশ নাগরিকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার প্রতিবাদে রাশিয়ার বেশ কয়েকটি নিয়োগ কার্যালয়ে বিক্ষোভ হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com