
বড় দুঃসংবাদ ইংল্যান্ডের, রিচির বিশ্বকাপ শেষ
প্রকাশ: ১৬ অক্টোবর ২২ । ১৯:০৩ | আপডেট: ১৬ অক্টোবর ২২ । ১৯:০৩
স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল
ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেটের হাতে বেশ ক’জন রাইট ব্যাক আছেন। ম্যানসিটির কাইল ওয়াকার, আর্সেনালের বেন হোয়াইট, লিভারপুলের ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অরনাল্ড কিংবা নিউক্যাসলের কিয়েরন ট্রিপিয়াররা সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত।
কিন্তু চেলসির রিচি জেমন ছিলেন কোচের প্রথম পছন্দ। আক্রমণে ওঠা, সমান তালে রক্ষণ সামলানোয় ২২ বছর বয়সী এই ডিফেন্ডার অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ইনজুরিতে পড়ায় তার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। যা ইংল্যান্ড কোচ ও ভক্তদের জন্য বড় দুঃসংবাদ।
চেলসির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এসি মিলানের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েছেন রিচি। তাকে চেলসির মেডিকেল টিম ও বিশেষজ্ঞ পর্যবেক্ষণ করেছেন। সকলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত হয়েছে যে, তার সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রায় আট সপ্তাহ (দুই মাস) তিনি মাঠের বাইরে থাকবেন বলে মনে করা হচ্ছে।
কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের মাত্র বাকি আছে পাঁচ সপ্তাহ। রিচির তাই বিশ্বকাপ দলে ঢোকার কোন সম্ভবনা নেই। ওদিকে ইংল্যান্ড কোচের জন্য দুশ্চিন্তার কারণ হলো কাইল ওয়াকার এবং অ্যালেক্সজান্ডার অরনাল্ডও পুরোপুরি ফিট নন। লিগ মৌসুমে মধ্যে, শীতকালে বিশ্বকাপ যতো এগিয়ে আসছে তারকা ফুটবলারদের ইনজুরি লিস্ট ততো লম্বা হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com