চবির ঝরনায় ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশ: ১৬ অক্টোবর ২২ । ২১:৩১ | আপডেট: ১৬ অক্টোবর ২২ । ২১:৩১

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝরনা দেখতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু হয়। ছবি: সমকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঝরনা দেখতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রাকিবুর রশিদ জিসান চট্টগ্রাম রেলওয়ে পাবলিক হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

জিসানের সঙ্গে যাওয়া সহপাঠীরা জানায়, রোববার সকালে তারা সাত বন্ধু চবি ক্যাম্পাস ঘুরতে যায়। বিভিন্ন স্থান দেখার পর সকাল ১১টার দিকে তারা ঝরনায় গোসলে নামে। তাদের সাতজনের মধ্যে পাঁচজনই সাঁতার জানত না। একপর্যায়ে জিসানসহ দু’জন ডুবে যেতে থাকলে সাঁতার জানা দু’জন একজনকে টেনে তুলতে পারে। আর জিসান ঝরনার খাদের কাছে ডুবে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, দুপুর ১২টার দিকে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে একজন নিখোঁজের তথ্য পান। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ঝরনার পানি পড়ার স্থানের গভীরতা ৩৫ ফুট। ১৫ ফুট গভীরে জিসানের লাশ পাথরে আটকে ছিল।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম জানান, অনেক আগেই এই ঝরনাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর আগেও এখানে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রবেশপথে সাবধান করে সাইনবোর্ডও লাগানো আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত এখানে যান না। বাইরের শিক্ষার্থী বলেই জানত না। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চবির কলা ঝুপড়ির পেছনে অবস্থিত প্রাকৃতিক ঝরনাটির পানি পড়ার স্থান বরাবর গভীর খাদ রয়েছে। পা পিছলে এই খাদে পড়ে গত ১০ বছরে নিহত হয়েছেন অন্তত সাতজন। ২০১৫ সালে চবির মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের দুই ছাত্র মারা যাওয়ার পর এই ঝরনায় যাওয়া নিষিদ্ধ করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com