
গার্ডার দুর্ঘটনা: বিআরটির ভাবনায় গলদ ছিল, মানছেন সেতুমন্ত্রী
প্রকাশ: ১৬ অক্টোবর ২২ । ২৩:০০ | আপডেট: ১৬ অক্টোবর ২২ । ২৩:০০
সমকাল প্রতিবেদক

ঢাকার উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন মানছেন, ওই এলাকায় এ প্রকল্প কতটা বাস্তবসম্মত, সেই ‘ভাবনায় ঘাটতি’ ছিল।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এ প্রকল্পের যে অংশে ওই দুর্ঘটনা ঘটেছে, সে অংশের ঠিকাদার চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনকে (সিজিজিসি) আর কোনো কাজ দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত ১৫ অগাস্ট যখন ওই দুর্ঘটনা হল, তখন প্রকল্পের কাজ ৭৯% শেষ। যেহেতু ২০% কাজ বাকি, এরা এটা শেষ করুক। কিন্তু এদেরকে বাংলাদেশে আর কোনো কাজ দেওয়া হবে না।
গত ১৫ অগাস্ট বিকালে ঢাকার উত্তরার জসীম উদ্দীন সড়কের মাথায় প্যারাডাইস টাওয়ারের সামনে ক্রেইন দিয়ে গার্ডার তোলার সময় তা একটি প্রাইভেটকারের উপর পড়ে। এতে একই পরিবারের পাঁচজন নিহত হন। আহত হন গাড়িতে থাকা আরও দুজন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com