
প্রতি মাসে ফ্রি পিৎজা খেতে পারবেন ভারতের সেই দম্পতি
প্রকাশ: ১৯ অক্টোবর ২২ । ১৩:১২ | আপডেট: ১৯ অক্টোবর ২২ । ১৩:১৩
অনলাইন ডেস্ক

কয়েক মাস আগের কথা। পিৎজা খাওয়ানোর চুক্তিতে বিয়ে করে বেশ সাড়া ফেলেছিলেন ভারতের আসামের এক দম্পতি। এবার সেই দম্পতি আবারও সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছেন। কারণ তাদেরকে প্রতি মাসে একবার করে বিনা মূল্যে পিৎজা খাওয়ানোর ঘোষণা দিয়েছে একটি কোম্পানি। খবর এনডিটিভির
শান্তি প্রসাদ এবং মিন্টু রায়ের নামের ওই দম্পতির বিয়ে হয়েছিল গত ২১ জুন আসামে। তাদের বিয়ে নিয়ে ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হৈ চৈ হয়। কারণটা হলো বিয়ের বিচিত্র চুক্তিপত্র। বিয়ের চুক্তির পাশাপাশি আরেকটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন ওই দম্পতি। তাতে লেখা ছিল ছিল, কী করবেন আর কী করবেন না। এর মধ্যে ছিল প্রতিদিন শরীরচর্চা করা, প্রতি ১৫ দিন পর পর কেনাকাটা করা ও প্রতি মাসে একবার পিৎজা খাওয়া।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরদিন তাদের সেই চুক্তিপত্রের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। ১৬ সেকেন্ডের ভিডিওটি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই সাড়া ফেলে। অনেকেই তাতে মন্তব্য করেন।
বিয়ের চারমাস পর শান্তি-মিন্টু দম্পতি ওই চুক্তিপত্রের শর্তগুলি অনুসরণ করছেন কীনা তা জানা যায়নি। তবে ওই দম্পতির প্রতি মাসে একটি করে পিৎজা খাওয়ার ইচ্ছা পূরণ করছে পিৎজা হাট ইন্ডিয়া । করভা চৌথ উপলক্ষে, কোম্পানিটি ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছে, আগামী এক বছরের জন্য শান্তি–মিন্টু দম্পতিকে প্রতি মাসে একবার বিনা মূল্যে পিৎজা উপহার দেবে তারা।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে শান্তি-মিন্টু দম্পতিকে একটি পিৎজা হাট আউটলেট বিভিন্ন ধরনের সুস্বাদু পিৎজা খেতে দেখা গেছে । খাবারের অর্ডার দিয়ে তাদেরকে একসঙ্গে কিছু সেলফি তুলতেও দেখা গেছে ওই ভিডিওতে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com