করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৪৩

প্রকাশ: ২০ অক্টোবর ২২ । ১৬:৫৮ | আপডেট: ২০ অক্টোবর ২২ । ১৬:৫৮

সমকাল প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে আরও ২৪৩ রোগী শনাক্ত হয়েছেন। এসময় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮২ শতাংশ।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে এখন পর্যন্ত ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ৪৬৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৭৫ জন ঢাকা বিভাগের, ৮ জন ময়মনসিংহ বিভাগের, ৩৩ জন চট্টগ্রাম বিভাগের, ৯ জন রাজশাহী বিভাগের, ৯ জন খুলনা বিভাগের, ৪ জন রংপুর বিভাগের, ১ জন বরিশাল বিভাগের ও ৪ জন সিলেট বিভাগের বাসিন্দা।

এর আগেরদিন বুধবার দেশে করোনা শনাক্তের হার ছিল ৭.১৮ শতাংশ। এদিন করোনায় দুজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে করোনায় আক্রান্ত হিসেবে ৩০০ রোগী শনাক্ত হন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com