
মেসি-এমবাপ্পের ঋণ শোধ, জয় পিএসজির
প্রকাশ: ২২ অক্টোবর ২২ । ০৫:৫৫ | আপডেট: ২২ অক্টোবর ২২ । ০৯:১২
স্পোর্টস ডেস্ক

পিএসজির জয়ের দুই নায়ক মেসি ও এমবাপ্পে
নেইমার জুনিয়র বিশ্রামে ছিলেন। জুটি গড়েছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তারা একে অপরের গোলে সহায়তার ঋণ শোধ করেছেন। আজাকসিওকে হারিয়ে পিএসজি জয় পেয়েছে ৩-০ গোলে।
ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোল করেন এমবাপ্পে। তাকে গোল করান মেসি। লেফট উইঙ্গে খেলা ফ্রান্সম্যানকে ফাঁকায় বল পাঠান মেসি। দলকে লিড এনে দিতে ভুল করেননি এমবাপ্পে।
প্রথমার্ধে অবশ্য তরুণ এমবাপ্পে দু'বার ভুল করেন। সুযোগ হারান গোল করার। ছোট জয়েই তাই শেষ পর্যন্ত মাঠ ছাড়ার পথে এগোতে থাকে প্যারিসের দলটি।
তবে ৭৮ মিনিটে মেসির ঋণ শোধ করেন এমবাপ্পে। আর্জেন্টাইন তারকাকে দিয়ে গোল করিয়ে দলকে লিড এনে দেন ২-০ গোলের। এর চার মিনিট বাদেই এমবাপ্পে দলের পক্ষে তৃতীয় গোল করেন। এবারও তার গোলে সহায়তা দেন মেসি। ঋণ শোধের খেলায় এমবাপ্পে তাই ঋণীই থেকে গেলেন।
এই জয়ে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্খানে থাকা লরাঁর পয়েন্ট ১১ ম্যাচে ২৬।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com