
সুস্থ হয়ে হেরাথ যোগ দিচ্ছেন হোবার্টে
প্রকাশ: ২২ অক্টোবর ২২ । ০০:০০ | আপডেট: ২২ অক্টোবর ২২ । ০৯:৩০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক, ব্রিসবেন থেকে

স্পিন কোচ রঙ্গনা হেরাথ ব্রিসবেনের ক্যাম্পে ছিলেন না। গত এক সপ্তাহ সাকিব-মোসাদ্দেকদের সেভাবে দেখারও কেউ ছিলেন না বাংলাদেশ দলের কোচিং প্যানেলে। দলের সঙ্গে আজ তিনি যোগ দেবেন হোবার্টে বিশ্বকাপ ভেন্যুতে।
আসলে হেরাথ এতদিন অসুস্থ ছিলেন। নিউজিল্যান্ডের ঠান্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। তাঁকে ক্রাইস্টচার্চে রেখেই ১৫ অক্টোবর ব্রিসবেনে আসে বাংলাদেশ দল।
বিশ্বকাপ দলের ম্যানেজার রাবীদ ইমাম জানান, হেরাথ মোটামুটি সুস্থ হয়ে মেলবোর্নে পরিবারের কাছে ফেরেন ১৮ অক্টোবর। এই ক'দিন মেলবোর্নেই ছিলেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হেরাথ নিজেও।
গতকাল সমকালকে ফোনে তিনি জানান, কাজে যোগ দিতে মুখিয়ে রয়েছেন। হোবার্টে পৌঁছেই স্পিনারদের নিয়ে কাজে লেগে যাবেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com