
ফরিদপুরে কুমিরের কামড়ে নারী আহত, ফের আতঙ্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২২ । ১৫:১৬ | আপডেট: ২২ অক্টোবর ২২ । ১৫:২০
ফরিদপুর অফিস

কুমিরের কামড়ে আহত গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন
ফরিদপুরের পদ্মার চরে ফের কুমির আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার ভোরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে পারুলী বেগম এক গৃহবধূ কুমিরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে বর্তমানে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পারুলী বেগম জানান, ফজর নামাজের পর হাঁস মুরগির ছুটাছুটির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। তারপর তিনি ঘর থেকে বের হলে কুমির তার হাত ও পায়ে কামড় দেয়। পরে পারুলী বেগমের চিৎকার তার স্বামী এসে বাঁশ দিযে কুমিরকে পেটাতে থাকে। পরে কুমিরটি বাড়ীর পার্শ্ববর্তী বড় একটি দীঘিতে নেমে যায়।
এর আগে গত বছর একই স্থান থেকে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটিকে বন বিভাগের সহায়তায় খুলনায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তাদের জানানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com