
পানি মাড়িয়ে চলাচলে দুর্ভোগ বাসিন্দাদের
প্রকাশ: ২২ অক্টোবর ২২ । ০০:০০ | আপডেট: ২২ অক্টোবর ২২ । ১৭:০০ | প্রিন্ট সংস্করণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
-copy-samakal-6352f5a49370e.jpg)
হাঁটুপানি মাড়িয়ে বিদ্যালয়ের পথে কয়েক শিক্ষার্থী। কালিয়াকৈরের কাঞ্চনপুর-পশ্চিম বড়ইছুটি সড়ক থেকে সম্প্রতি তোলা ছবি-সমকাল
দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের কাঞ্চনপুর-পশ্চিম বড়ইছুটি সড়কের এক কিলোমিটার অংশ। বৃষ্টি হলেই এখানে জমে যায় হাঁটুপানি। যে কারণে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় এলাকার বাসিন্দাদের। হাতের বই মাথায় করে যাওয়ার সময় কাপড় ভিজে যায় স্কুলগামী শিক্ষার্থীদের।
সরেজমিন দেখা যায়, আটাবহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জালশুকা-বাড়ইপাড়া সড়ক থেকে একটি পথ গেছে কাঞ্চনপুর পর্যন্ত। পথে বড়ইছুটি কমিউনিটি ক্লিনিক, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ পথ ধরে ভেন্নারটেকি আব্দুল্লাহচর সেতু পর্যন্ত এক কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। এক যুগেরও বেশি সময় ধরে এটি সংস্কার হয়নি। যে কারণে কিছু জায়গা পানিতে তলিয়ে আছে।
এলাকাবাসী জানায়, বড়ইছুটি, কাঞ্চনপুর, সাড়াবাড়ী, সোনাদিয়া, বরিয়াবহ ও রসুলপুরসহ প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ নিয়মিত এখান দিয়ে চলাচল করেন। বৃষ্টি হলে অনেক স্থান পানিতে তলিয়ে যায়।
কাঞ্চনপুর গ্রামের ভেন্নারটেকি এলাকার আব্দুল সাত্তার মিয়া জানান, ১২ বছর আগে মাটি ফেলে ইট বিছানো হয়েছিল। এর পর চেয়ারম্যান বা ইউপি সদস্যরা সড়কটির খোঁজখবর নেননি।
পশ্চিম বড়ইছুটি এলাকার মাইদুল হোসেন জানান, 'কালিয়াকৈর উপজেলার সব এলাকায় রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। আমাদের এলাকাটি সবচেয়ে বেশি অবহেলিত।'
আটাবহ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা বলেন, ওই পথটি মাটি ভরাটের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com