আউটগোয়িং বন্ধ, বিটিসিএলের ল্যান্ডফোনে দিনভর ভোগান্তি

প্রকাশ: ২২ অক্টোবর ২২ । ১৮:৫৯ | আপডেট: ২২ অক্টোবর ২২ । ১৯:১৩

সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) ল্যান্ডফোনের আউটগোয়িং কল আজ শনিবার সকাল থেকে বন্ধ ছিল। দিনভর ভোগান্তি শেষে সন্ধ্যায় সেবাটি সচল হয়েছে। 

জানা যায়, আউটগোয়িং বন্ধ থাকায় বিটিসিএলের ল্যান্ডফোন থেকে অন্য অপারেটরের ফোনে বিশেষ করে রবি ও গ্রামীণের মোবাইলফোনে কল করা যাচ্ছিল না। 

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে বিটিসিএল এক্সেস গেটওয়ের রেক্টিফায়ারে ত্রুটি দেখা দিয়েছিল। ফলে শনিবার সকাল থেকে বিটিসিএল-এর ফোনে আউট গোয়িং কল করা যাচ্ছিল না। 

তিনি জানান, রেক্টিফায়ার পরিবর্তনের কাজ শেষে সন্ধ্যায় এটি চালু হয়েছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com