
বিলস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহাসিচব নজরুল ইসলাম
প্রকাশ: ২২ অক্টোবর ২২ । ২০:২৯ | আপডেট: ২২ অক্টোবর ২২ । ২০:২৯
সমকাল প্রতিবেদক

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান সিরাজ এবং মহাসচিব পদে পুনঃনির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম খান। শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন ও সাধারণ সভা শেষে নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
'বাংলাদেশের শ্রমিক আন্দোলনের শক্তি, সংহতি ও সক্ষমতা বৃদ্ধির ২৭ বছর' স্লোগানে অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচিত কমিটির অন্য নেতারা হলেন, ভাইস চেয়ারম্যান পদে মো. মজিবুর রহমান ভূঞা, শিরীন আখতার, এমপি, আনোয়ার হোসাইন, আমিরুল হক আমিন ও আলাউদ্দিন মিয়া; যুগ্ম মহাসচিব পদে ডা. ওয়াজেদুল ইসলাম খান, খান সিরাজুল ইসলাম ও সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ; অর্থ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম রফিক; সম্পাদক পদে মো. কবির হোসেন, আব্দুল কাদের হাওলাদার, নুরুল ইসলাম খান নাসিম, মু. শফর আলী, আবুল কালাম আজাদ, সাকিল আখতার চোধুরী, সামসুন্নাহার ভূইয়া, এমপি ও শামীম আরা এবং নির্বাহী সদস্য পদে আব্দুল ওয়াহেদ, উম্মে হাসান ঝলমল, বি এম জাফর, পুলক রঞ্জন ধর, নাসরিন আখতার ডিনা, কাজী রহিমা আক্তার সাথী, রবিউল হক ও নার্গিস জাহান নির্বাচিত হন।
আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, বিভিন্ন দল ও মতের অংশগ্রহণে এবং নেতৃত্বে পরিচালিত বিলস হচ্ছে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলনের একটি উজ্জ্বল উদাহরণ। এখান থেকে জাতীয় পর্যায়ে শিক্ষণীয় অনেক গুরুত্বপুর্ণ বিষয় রয়েছে। বিলস গণতান্ত্রিক শ্রম আইন, নীতি ও বিধি প্রণয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, সরকার এবং মালিকের সাথে সুসম্পর্ক বজায় রেখে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিলস তার গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com