৫০০ মোটরসাইকেল চুরি করেছে খালেদ-জিসান চক্র

প্রকাশ: ২২ অক্টোবর ২২ । ২১:২৯ | আপডেট: ২২ অক্টোবর ২২ । ২১:২৯

সমকাল প্রতিবেদক

ছবি- সংগৃহীত।

রাজধানীর ডেমরা ও চাঁদপুরের কচুয়া থেকে ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। শুক্রবারের এ অভিযানে দুই চোরকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- খালেদ হাওলাদার ওরফে সাগর আহম্মেদ ও জিসান আহম্মেদ ওরফে সম্রাট। এই চক্রটি গত আট বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল ঢাকা থেকে চুরি করে চাঁদপুর, নোয়াখালী ও মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করেছে।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মোটরসাইকেল পার্কিংয়ের সময় লোক সমাগম দেখে বা সিসিটিভি ক্যামেরা আছে এমন স্থানে রাখুন। এতে কিছুটা হলেও চুরি ঠেকানো যাবে। আর চুরি হলেও ফুটেজ দেখে তা বের করা যাবে। যারা চোরাই মোটরসাইকেল কেনেন, তাদেরও সতর্ক হওয়া দরকার। কারণ, চোরাই মালপত্র যার কাছে পাওয়া যাবে, তিনি মামলার আসামি হবেন। তাই কেনার আগে কাগজপত্র বিআরটিসি থেকে যাচাই করে নেবেন।

ডিবি প্রধান জানান, গত ১৮ অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকার আল রাজী হাসপাতালের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তেজগাঁও থানায় একটি মামলা হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি উত্তরা বিভাগ। প্রথমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চোরের অবস্থান নিশ্চিত করা হয়। পরে রাজধানীর ডেমরা থেকে খালেদ হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিসানকে কচুয়া থেকে গ্রেপ্তার করা হয়। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com