হল্যান্ডের ডাবলে ম্যানসিটির বড় জয়

প্রকাশ: ২২ অক্টোবর ২২ । ২১:৫৯ | আপডেট: ২২ অক্টোবর ২২ । ২১:৫৯

স্পোর্টস ডেস্ক

জোড়া গোল করেছেন হল্যান্ড। ছবি: এএফপি

লিভারপুল সেরা ছন্দে না থাকলেও গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে। শনিবার বড় জয়ে ওই ধাক্কা সামলে নিল সিটিজেনরা। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার দল।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় ম্যানসিটি। দুটি গোলই করেন আর্লিং হল্যান্ড। ২২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেওয়ার পর ৪৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্রাইটনের ট্রোসার্ড গোল করে ব্যবধান কমান। কিন্তু চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলা দলটি ম্যানসিটির সমান বলের পজিশন রেখেও গোল শোধ করতে পারেনি। বরং ৭৫ মিনিটে কেভিন ডি ব্রুইনি গোল করে তাদের বড় ব্যবধানে হারান।

এই জয়ে ম্যানসিটি শিরোপার লড়াইটা আর্সেনালের সঙ্গে জমিয়েই রাখল। গানাররা ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১১ ম্যাচে এক হার ও দুই সমতায় ম্যানসিটির পয়েন্ট ২৬। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com