জাম্পার পর করোনায় আক্রান্ত ওয়েড

প্রকাশ: ২৭ অক্টোবর ২২ । ১৭:৫৫ | আপডেট: ২৭ অক্টোবর ২২ । ১৭:৫৫

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া দলের উইকেটরক্ষক ম্যাথু ওয়েড

করোনাভাইরাস যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার পর এবার কোভিড পজিটিভ হলেন ম্যাথু ওয়েড। অজি এই উইকেটরক্ষকের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। শারীরিক অবস্থার অবনতি না হলে শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিনি ইংল্যান্ডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে খেলবেন।

অজিদের ১৫ জনের দলে ওয়েডই একমাত্র উইকেটরক্ষক। গত সপ্তাহে গলফ খেলতে গিয়ে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান আরেক উইকেটরক্ষক জশ ইংলিশ। তার পরিবর্তে দলে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নেয়া হয়। তাই এবারের অস্ট্রেলিয়া দলে ওয়েড ছাড়া বিশেষজ্ঞ কোনো উইকেটকিপার নেই। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে না পারলে উইকেটের পেছনে দাঁড়াতে হবে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চকে। বোলিং আক্রমণের প্রধান মিচেল স্টার্কও অবশ্য উইকেটকিপিং জানেন।

আইসিসির কোভিড প্রটোকল অনুযায়ী, আক্রান্ত খেলোয়াড়ের মধ্যে তীব্র উপসর্গ দেখা না দিলে এবং শারীরিক সমস্যা না থাকলে ম্যাচ খেলতে কোনও বাধা নেই। তাই মেলবোর্নে অস্ট্রেলিয়ার একাদশে ওয়েডকে দেখা গেলে, অবাক হওয়ার কিছু থাকবে না।

যদিও বিকল্প পরিকল্পনা করে রেখেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সহকারী কোচ আন্দ্রে বোরোভেকের সঙ্গে উইকেটকিপিং অনুশীলন করেছেন মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তবে বিশ্বকাপ শুরুর আগে অধিনায়ক অ্যারন ফিঞ্চ আবার আভাস দিয়েছিলেন, প্রয়োজনে ডেভিড ওয়ার্নার উইকেটকিপিং করবেন। ওয়েড শুক্রবার একান্তই খেলতে না পারলে ম্যাক্সওয়েল বা ওয়ার্নারকে হয়তো দেখা যাবে উইকেটের পেছনে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com