সংসদ অধিবেশন আজ শুরু

গণমাধ্যমকর্মীসহ ১৭ বিল বিবেচনার অপেক্ষায়

প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ০০:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ১১:৪৫ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

চলতি সংসদের আরও একটি অধিবেশন আজ শুরু হতে যাচ্ছে। সংক্ষিপ্ত মেয়াদের এই অধিবেশনে বহুল আলোচিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিলসহ ১৭টি বিলের সংসদের বিবেচনার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে ৮টি বিল, পাসের অপেক্ষায় দুইটি বিল এবং উত্থাপনের অপেক্ষায় রয়েছে আরো সাতটি বিল। সংসদের আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ২০তম অধিবেশন শুরু হবে। ২০২২ সালের এটি পঞ্চম অধিবেশন। অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যক্রম এবং মেয়াদ নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত হতে পারে এই অধিবেশনের মেয়াদ। সেই হিসেবে এই অধিবেশনে সর্বোচ্চ দশ কার্যদিবস চলতে পারে। এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) বিল-২০২২ স্থায়ী কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। এই বিলটির জন্য একাধিকবার সময় বাড়ানো হলেও কমিটি তাদের প্রতিবেদন দিতে পারেনি। এই বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি রয়েছে গণমাধ্যমকর্মীদের।

এ ছাড়া আরও বেশ কয়েকটি বিল এবারের অধিবেশনে উত্থাপন ও পাস হতে পারে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন বিল-২০২২, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২, বৈষম্য বিরোধী বিল-২০২২, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল-২০২২, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল-২০২২, সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২২, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২, এভিডেন্স (সংশোধন) বিল-২০২২, জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল-২০২২, চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল-২০২২, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল-২০২২, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২২, উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল-২০২২, বাংলাদেশ শিল্প নকশা বিল-২০২২, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল-২০২২ ইত্যাদি।

প্রথম দিনের কার্যক্রম :সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম জানিয়েছেন, বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

পরে প্রশ্নোত্তর ও ৭১ বিধির নোটিশ নিষ্পত্তির বিষয় রয়েছে।

তবে সংসদের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশন শুরুর দিনে শোক প্রস্তাব গ্রহণের পরই বৈঠক মুলতবি হয়ে থাকে। গত ১১ সেপ্টেম্বর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং ১১ অক্টোবর সংরক্ষিত মহিলা আসনের সদস্য শেখ এ্যানী রহমান ইন্তেকাল করেন। তাই শোক প্রস্তাবের পরই প্রথম দিনের বৈঠক মুলতবি হওয়ার কথা রয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com