
‘এমন কিছু প্রথম দেখলাম’, নো বল নিয়ে তাসকিন
প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ১৬:০৮ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ১৬:১৩
স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসেই বড় করে নিঃশ্বাস ফেললেন তাসকিন আহমেদ। রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের উচ্ছ্বাসে নাকি বুকে ধুকধুক শব্দ ওঠা শঙ্কা থেকে মুক্তি পেতে তাসকিনই ভালো বলতে পারবেন। কারণ এমন কিছু যে আগে দেখেননি তিনি।
সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারের শেষ বলে ৩ রানে জিতেছে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে মোসাদ্দেকের ডেলিভারি ধরে জিম্বাবুয়ের পেসার মুজুরাবানিকে স্ট্যাম্পড করেন নুরুল হাসান।
জয়ের উল্লাসে ভাসেন ক্রিকেটাররা। গ্যালারিতে ছড়িয়ে যায় জয়ের উচ্ছ্বাস। মাঠ ছেড়ে বাইরেও চলে যান টাইগার ক্রিকেটাররা। সেখানে বিসিবির কর্মকর্তা ও কোচিং স্টাফরাও জয় উদযাপনে নেমে পড়েন। এমন সময় থার্ড আম্পায়ারের সহায়তা নিয়ে নো বল ঘোষণা করেন ফিল্ড আম্পায়ার।
কারণ উইকেটরক্ষক নুরুল হাসান বল স্ট্যাম্প লাইন পার হওয়ার আগেই গ্লাভস বন্দি করেন এবং স্ট্যাম্পড করেন। আইসিসির নিয়ম অনুযায়ী, যা নো বল। একবার জেতার পর চাপ, শঙ্কা, সংশয় বুকে নিয়ে আবার মাঠে নামতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের। শেষ ওই বলও অবশ্য ডট দেন স্পিনার মোসাদ্দেক।
ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘নো বল ঘোষণার পরে মাঠের মাঝখানে যখন আমরা দাঁড়িয়ে ছিলাম খুবই চাপ অনুভব হচ্ছিল। এমন কিছু এই প্রথম দেখলাম। সকলেই নার্ভাস হয়ে পড়েছিলাম। শেষ ওই বলটা আমাদের জন্য সহজ ছিল না।’
তাসকিন সুপার টুয়েলভে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নেওয়া পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়েছেন। নিজের বোলিং নিয়ে ডানহাতি এই পেসার বলেন, ‘সেরাটা দিতে চেয়েছিলাম। দেশে আমরা ধীর উইকেটে খেলি। এখানে আমরা শুরুতে সুবিধা পাচ্ছিলাম। দলের সকলে ওই সুবিধা নিতে পেরেছি।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com