
রংপুর সিটিতে ভোট ডিসেম্বরের শেষে: ইসি আলমগীর
প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ১৭:১৭ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ১৭:২২
সমকাল প্রতিবেদক

নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি- সংগৃহীত।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, সেক্ষেত্রে নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। তবে আমরা নির্বাচনটা সময়ের মধ্যেই করতে চাই। কোনোভাবে সময় শেষের দিকে করতে চাই না।
আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এই সিটিতে ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহার করা হবে কিনা- এমন প্রশ্নে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, সেটা কমিশনের সভায় সিদ্ধান্ত হবে। ইসির অবস্থান হচ্ছে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হবে, সেখানে ইভিএম ও সিসি ক্যামেরা দেওয়ার চেষ্টা করবে। তবে প্রতিটা নির্বাচনের জন্য আলাদা আলাদা সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
স্থানীয় সরকার সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সে অনুযায়ী রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট থেকে। ২০১৭ সালের ২১ ডিসেম্বর সর্বশেষ এ সিটিতে নির্বাচন হয়। প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com