হাসপাতালের সামনে ময়লার ভাগাড়

প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ০০:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ১৭:৫৯ | প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর হাসপাতালের ফটকের সামনে ময়লার স্তূপ - সমকাল

হবিগঞ্জের ৯টি উপজেলার মানুষের চিকিৎসা নেওয়ার একমাত্র জায়গা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতাল। সেই হাসপাতালের সামনে দেখা যায় ময়লার ভাগাড়। যে কারণে দুর্গন্ধে ব্যাপক দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা রোগীসহ স্থানীয়দের।

হাসপাতালের সামনে নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও প্রতিনিয়ত ময়লা, মেডিকেল বর্জ্য, খাবারের উচ্ছিষ্টসহ যাবতীয় আবর্জনা ফেলা হচ্ছে মূল ফটকের সামনে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। দূষিত হচ্ছে পরিবেশ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত এসব ময়লা অপসারণ করা হবে।

হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে কর্মরত স্টাফ ও আয়ারা ঝুড়িভর্তি ময়লা-আবর্জনা হাসপাতালের প্রধান ফটকের একেবারে কাছে রেখে যাচ্ছেন। এ ছাড়াও রোগী ও তাঁদের স্বজনরাও নিজেদের উচ্ছিষ্ট ময়লার ব্যাগে ভর্তি করে সেখানে ফেলছেন। যে কারণে ফটকটির সামনে জমেছে ময়লার স্তূপ। সাধারণ রোগীরা বলছেন, রোগ সারাতে এসে সুস্থ মানুষেরও এখানে রোগী হয়ে যাওয়ার অবস্থা।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, হাসপাতালের সামনে ময়লা ফেলার কারণে এখান থেকে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়াচ্ছে। পাশের রাস্তা দিয়েও চলাচল করা যায় না। এগুলো দ্রুত অপসারণ না করা হলে অবস্থা আরও খারাপ হবে। এ রাস্তা দিয়ে অনন্তপুর, শায়েস্তানগর, জঙ্গলবহুলাসহ আশপাশের কয়েকটি পাড়ার মানুষ যাতায়াত করেন। দুর্গন্ধের কারণে অনেকেই এখন এ রাস্তা ব্যবহার করছেন না।

চিকিৎসা নিতে আসা তালেব মিয়া জানান, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এখানে ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। তারা মনিটরিং করলে এমনটা হতো না।

ব্যবসায়ী রুবেল আহমেদ জানান, 'এটা জেলা সদর হাসপাতাল। এ হাসপাতালের সামনে এমন ময়লার ভাগাড় চিন্তাই করা যায় না। ময়লার কারণে ফটকটির সামনে কেউ এক মিনিটও দাঁড়াতে পারেন না। এ ছাড়াও দুর্গন্ধের কারণে আমরা ব্যবসায়ীরাও ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছি না।'

হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার বলেন, 'বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। শিগগিরই এসব ময়লা অপসারণ করা হবে।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com