
টিলায় টিলায় আনারস বাগান
প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ০০:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ১৮:০৩ | প্রিন্ট সংস্করণ
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

গোলাপগঞ্জে ৪০টি পাহাড়ি টিলায় গড়ে উঠেছে আনারসের বাগান। এসব টিলায় আরও আছে মাল্টা, কাজুবাদাম, কফি, কমলা ও লেবু বাগান। গোটা উপজেলায় ৮ শতাধিক পাহাড় ও টিলা বাগানের আওতায় আনার কাজ অব্যাহত রেখেছে স্থানীয় কৃষি বিভাগ। এ উপজেলাকে কৃষি পর্যটন উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে তারা।
দৃষ্টিনন্দন বাগানগুলো দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন পর্যটকরা। ফলে ক্রমান্বয়ে মুখর হয়েছে উঠছে কৃষি পর্যটন শিল্পাঞ্চল এলাকা গোলাপগঞ্জ।
উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে রয়েছে সদর, ফুলবাড়ী, বাঘা, ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, লক্ষণাবন্দ, লক্ষ্মীপাশা, আমুড়ার আনারসের বাগানগুলো। বাগান দেখতে প্রতিদিন ভিড় বাড়ছে পর্যটকদের। লক্ষণাবন্দের ঢাকাদক্ষিণের পুরকায়স্থবাজার এলাকায় ১৭ একর জমিতে গড়ে ওঠা আনারস বাগান 'আলভিনা গার্ডেন' বিনোদনের এক নতুন মাত্রা যোগ করেছে। টিলার মধ্যে এ বাগানের মাঝ বরাবর আনারসের চারা দিয়ে বড় অক্ষরে লেখা রয়েছে আলভিনা গর্ডেন।
আলভিনা গার্ডেনের স্বত্বাধিকারী আবদুর রব রুবেল বলেন, 'পর্যটকরা এখানে এলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। মাসখানেকের মধ্যে বাগানটি উদ্বোধন করা হবে।' উপজেলার সদর ইউনিয়নের জায়গিরদার মসজিদ এলাকায় গড়ে উঠেছে আরেকটি আনারস বাগান। রাস্তার পাশে পুরো টিলাজুড়ে গড়ে ওঠা এ বাগানটি দেখলে চোখ জুড়িয়ে যায়। বাগানে রয়েছে কয়েক হাজার আনারসের চারা।
কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান বলেন, 'কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনায় গোলাপগঞ্জকে আনারসের নগরীতে পরিণত করার কার্যক্রম চলমান। আনারসের পাশাপাশি কমলা, মাল্টা, লেবু, কফি ও কাজুবাদামের বাগান করার মাধ্যমে একটি জমি থেকে একাধিক ফসল উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো উপজেলার প্রায় ৮ শতাধিক পাহাড়ি টিলা বাগানের আওতায় আনতে কাজ করা হচ্ছে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com