
মাউশি মহাপরিচালককে আদালত অবমাননার নোটিশ
প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ১৮:৩৪ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ১৮:৩৫
সমকাল প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ
উচ্চ আদালতের নির্দেশনা প্রতিপালন না করায় আদালত অবমানার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবুবকর সিদ্দিক (রাজন) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে তিন দিনের সময় দিয়ে মহাপরিচালককে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে। অন্যথায় মাউশি মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে।আইনজীবী আবুবকর সিদ্দিক বলেন, আদালতের নির্দেশ ছিল ২০০৮ সালের ১২ নভেম্বর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ১১ বছর ৭ মাস ১৯ দিনের এমপিও ছাড় করতে হবে। কিন্তু মাউশির মহাপরিচালক সেটি করেননি। এজন্য তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, আদালতের নির্দেশনা না মেনে ইচ্ছাকৃতভাবে রায় অমান্য করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গত ২ অক্টোবর মন্ত্রণালয়ে চিঠি পাঠান, যেখানে আদালতের নির্দেশনা প্রতিফলন ঘটেনি। মহাপরিচালক তার চিঠিতে বলেছেন, শিক্ষকদের এমপিও ছাড় করা হলে হাজার হাজার মামলা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com